আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
পবিত্র হজ্বে নিয়তকারী আল্লাহর মেহমান হাজী সাহেবগণ আল্লাহর অশেষ রহমতে হুজুরে পাক সায়্যিদুনা মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দঃ) এর উছিলায় আল হারামাইন হজ্ব কাফেলার মাধ্যমে ১৯৮৯ ইং হতে প্রতি বৎসর নিয়মিত গ্রুপ করে আমরা হাজী সাহেবদেরকে হজ্ব ও ওমরাহ করাই আসছি। ইন্শাআল্লাহ আমরা অতীতের মত আগামীতেও হাজী সাহেবদের খেদমত করার ইচ্ছা করছি।
বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে পবিত্র মক্কা শরীফ, মদীনা শরীফ, মিনা, মোজদালেফা, আরাফাতের ময়দানে পবিত্র স্থান সমূহ জেয়ারতের সময় তাওয়াফ ও ছাফা মারওয়া ছায়ীর সময় অর্থাৎ হজ্ব ও ওমরার সময় যেখানে যে কাজ করতে হয় এবং যেখানে যে দোয়া পড়তে হয় তা আমরা নিজে সাথে থেকে শিখাইয়া দিই। আমরা মুখে মুখে দোয়া সমূহ পড়াইয়া দিই। কারণ দোয়া সমূহ অনেক বড় মুখস্থ রাখা সম্ভব নয়, ভীড়ের মধ্যে দেখে পড়াও সম্ভব নয়, এভাবে থেকে হজ্ব ও জেয়ারতের যাবতীয় কাজ সমূহ আমরা সাথে পরিচালনা করি। হাজী সাহেব যাতে পাঁচ ওয়াক্ত নামাজ হেরেম শরীফে আদায় করতে পারেন।
মক্কা ও মদীনা শরীফের অতি নিকটে এয়ারকন্ডিশন ঘরের ব্যবস্থা, বাংলাদেশী খাবারের ব্যবস্থা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, কোন হাজী হারিয়ে গেলে তালাশের ব্যবস্থা, হজ্ব শেষে দেশের মধ্যে ফেরত আনা, মোটামোটি হাজীদের যাবতীয় কাজ সমূহ আমরা আল হারামাইন হজ্ব কাফেলার মাধ্যমে আঞ্জাম দিয়া থাকি। তাই ১৯৮৯ ইং হতে অদ্যাবদি কোন হাজী অভিযোগ করতে পারেনি বরং আমাদের কাফেলার প্রশংসা করেছেন। আমাদের উদ্দেশ্য আল্লাহর মেহমানদের খেদমত করা। আর এই খেদমতে নিজেদের নিয়োজিত রাখার তাওফীক প্রার্থনা করছি প্রতি পালকের দরাবারে। আমিন।
চেয়ারম্যান, আল হারামাইন হজ্ব কাফেলা
ব্যবস্থাপনা অংশীদার, আল হারামাইন হজ্ব কাফেলা
অংশীদার, আল হারামাইন হজ্ব কাফেলা
We are at your disposal 7 days a week!
Your email address will not be published. Required fields are marked *
Al-Haramain Hajj Kafela located in Chittagong, Bangladesh. We provide services about Hajj & Umrah, Visa Processing, Ticketing, Tour & others.